in ,

বিচিত্র কাপ

ভিক্টোরিয়ান যুগে পুরুষদের মুখের এক অবিচ্ছেদ্য অংশ ছিল গোঁফ। এমনকি নিজেদের বড় গোঁফকে শক্ত রাখতে তারা তাতে মোমও ব্যবহার করতো! কিন্তু বিপত্তি বাধতো চা পানের সময়। চায়ের গরম ধোঁয়ায় সেই মোমের কিছুটা গলে কাপে পড়ে গিয়ে বিচ্ছিরি এক ব্যাপার ঘটতো। তাই সেই যুগের ‘আসল পুরুষ’দেরকে এমন ঝামেলা থেকে বাঁচাতে ১৮৬০ সালে এগিয়ে আসেন এক ইংরেজ, নাম হার্ভে অ্যাডামস।

তিনি কাপের একদিকে অর্ধচন্দ্রাকৃতির এ ধারকটি যুক্ত করে দেন যাতে করে সেটা অনেকটা গোঁফের কেস হিসেবে কাজ করতো। ফলে চা পানের বেলায় উটকো ঝামেলায় পড়া থেকে বেঁচে যায় গোঁফধারী সকলেই।

featured image: yandex.ru

বিড়ালের লেখা বৈজ্ঞানিক পেপার

তিন পিতা-মাতার ডিএনএ বহনকারী শিশু