in

স্মার্ট আয়না

সাজগোজ পছন্দ করে না এমন মেয়ে খুঁজে পাওয়া বেশ কঠিন। সাজপ্রেমীদের জন্য সুখবর। বিজ্ঞানীরা নিয়ে এসেছেন HiMirror নামের স্মার্ট আয়না। গোলাপী স্ক্রীনের এই আয়নাতে থাকছে ১৪ ইঞ্চির এলসিডি ডিসপ্লে ও রিং ফ্ল্যাশ সমৃদ্ধ ক্যামেরা।

প্রতিদিন এই ক্যামেরা দ্বারা ছবি তোলার মাধ্যমে ত্বকের বলিরেখা, কালো স্পট, কালো বৃত্ত এবং সেই অনুযায়ী বিশেষজ্ঞদের দ্বারা প্রদানকৃত পরামর্শ আপনাকে দেয়া হবে। আর প্রতি সময়ের ত্বকের ছবি তুলে আপনাকে পূর্বের ও বর্তমানের চেহারার তফাৎ এবং কি কি পরামর্শ কখন নিতে হবে সেই আপডেটও থাকছে। আর এই অত্যাধুনিক আয়নাটির দাম পড়বে মাত্র ১৮৯ ডলার !!

তথ্যসূত্রঃ Engadget

featured image: medium.com

লাইফ-স্ট্র

কল্পনার কলকাঠি